Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দিনাজপুর জেলায় বাসত্মবায়িত কর্মসূচির সারসংক্ষেপ


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর সমাজে বসবাসরত দারিদ্র পীড়িত, পশ্চাৎপদ, অবহেলিত দু:স্থ অসহায় এবং সুবিধাবঞ্চিত সকল শ্রেণির জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, কল্যাণ ও সেবা মূলক ৫২ টি কর্মসূচি বাসত্মবায়ন করে আসছে। দিনাজপুর জেলায় বাসত্মবায়িত আর্থ-সামাজিক উন্নয়ন, কল্যাণ ও সেবামূলক কর্মসূচি সমূহের সারসংক্ষেপ নিম্নে তুলে ধরা হলো:

১।সামাজিক নিরাপত্তা কর্মসূচি: সমাজে বসবাসরত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর অসহায় দারিদ্র পীড়িত ও কর্মক্ষমহীন অবহেলিত জনগোষ্ঠির দুর্দশা লাঘব ও পরিবারে গ্রহনযোগ্যতা বৃদ্ধির জন্য নিম্নোক্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়িত হচ্ছে। জিটুপি এর মাধ্যমে সকল উপকারভোগীর ভাতার অর্থ মোবাইল ব্যাংকিং এ পরিশোধ করা হচ্ছে। 

ক) বিভিন্ন প্রকার ভাতা কর্মসূচিঃ

ক্র: নং

কর্মসূচির নাম

ভাতাভোগীর সংখ্যা

মাসিক ভাতার হার

বাৎসরিক ব্যয়ের পরিমান

১।

বয়স্ক ভাতা

১,৫০,৮৮৪ জন

৬০০/-  টাকা

১০৮,৬৩,৬৪,৮০০/-

   ২।

বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলাদের জন্য ভাতা

   ৮৯,২২৯ জন

৫৫০/- টাকা

৫৭,৫৮,৭৬,৪০০/-

৩।

প্রতিবন্ধী ভাতা

   ৬৮,৯৪৭ জন

৮৫০/- টাকা

৭০,৩২,৫৯,৪০০/-

৪।

অনগ্রসর জনগোষ্ঠির ভাতা

        ৫১৭ জন

৫০০/- টাকা

৩১,০২,০০০/-

৫।

হিজড়া ভাতা

         ২০১ জন

০০/- টাকা

১৪,৪৭,২০০/-

 

সর্বমোট 

৩,০৯,৭৭৮ জন

 

২৩৭,০০৪৯,৮০০/-

 

খ) শিক্ষা উপবৃত্তি:  প্রতিবন্ধী, অনগ্রসর এবং হিজড়া জনগোষ্ঠীর গরীব ও অসহায় ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। মোট উপবৃত্তি ভোগীর সংখ্যা- ১৬৫৭ জন।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

১৬৭৫ জন

বাৎসরিক ব্যয়ের পরিমান

১,৬২,৪৮,০০০/- টাকা

অনগ্রসর শিক্ষা উপবৃত্তি

১৪৮ জন

হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

 ৪ জন


২। পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস): পল্লী এলাকায় বসবাসরত দারিদ্র পীড়িত, অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠিকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান একর্মসূচির মূখ্য উদ্দেশ্য। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতেব এ কর্মসূচি প্রথম শুরু হয় এবং বর্তমানে বাংলাদেশের সকল উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ১৯১৮ টি গ্রামে ১৫,৭৬,৬৮,৪৬৪/- (পনেরো কোটি ছিয়াত্তর লক্ষ আটষট্টি হাজার চারশত চৌষট্টি) টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে সর্বমোট ৭০,২৮৭ টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে।

 

৩। শহর সমাজসেবা কার্যক্রম: দিনাজপুর পৌরসভার বিভিন্ন বস্তি এলাকায় বসবাসরত দারিদ্র পীড়িত, অবহেলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠিকে আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ কর্মসূচির মাধ্যমে সর্বমোট ১৭৯১ টি পরিবারকে ৭০,৮৬,৫২২/- (সত্তর লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত বাইশ) টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫১৩৯ জন গরীব জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। এছাড়াও সমাজের বেকার যুবক যুবতীদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাসত্মবায়িত হচ্ছে। এযাবত ৩৮৭১ জনকে কম্পিউটার প্রশিক্ষণ ৮৮৩ জনকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

৪। দগ্ধজনিত ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম : সমাজের দরিদ্র কর্মক্ষম প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ ৪২৯৫ জনকে ২,৩৭,৩৩,২৩৮/- (দুই কোটি সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার দুইশত আটত্রিশ) টাকা ক্ষদ্র ঋণ প্রদান করা হয়েছে। ফলে পরিবার ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। 

৫। আশ্রয়ন কার্যক্রম: সমাজের ভূমিহীন, ছিন্নমূল জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিতকরণ সহ আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ৪৬ টি আশ্রয়ন প্রকল্পে ৩৫০১ জনকে ২,৫৮,০০,০০০/-(দুই কোটি আটান্ন লক্ষ) টাকা ঋণ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৭৫০৫ জন গরিব জনগন উপকৃত হচ্ছে।

৬। সরকারি শিশু পরিবার: পিতৃমাতৃহীন অনুর্ধ ৬-৯ বৎসর বয়স পর্যমত্ম শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহ, ভালোবাসা ও আদর যত্নে সরকারি খরচে ১৭৫ জনকে প্রতিপালন করা হচ্ছে। এযাবৎ দিনাজপুর জেলার সরকারি শিশু পরিবার, রাজবাটী, দিনাজপুরে ১০৯৪ জন এতিম নিবাসীকে পুনর্বাসন করা হয়েছে।

৭। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দান করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। দিনাজপুর জেলায় ১০ আসন বিশিষ্ট আবাসিক ব্যবস্থাপনায় দৃষ্টি প্রতিবন্ধীদের লালন-পালন সহ পুনর্বাসন করা হচ্ছে।

৮। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম: দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সমাজসেবা কার্যক্রম ও এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ ১২ টি উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরিব, অসহায় ও দু:স্থ রোগীদের বিনামূল্যে ঔষধ,পথ্য সহ চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ৫৩,৭৫৩ জন গরিব দু:স্থ অসহায় রোগীকে আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

৯। প্রবেশন কার্যক্রম: প্রবেশন এন্ড অফেনডার্স এ্যাক্ট ১৯৬০ সালের আওতায় দিনাজপুর জেলায় বিজ্ঞ আদালতের আদেশে বর্তমানে ২১ টি প্রবেশন কেইস চলমান আছে। প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিস এর আওতায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।

১০। স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও এককালীন অনুদান প্রদান: সমাজসেবা অধিদফতরাধীন জেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় ১৭৬০ টি সংস্থা নিবন্ধিত হয়েছে এবং বিগত অর্থবছরে ১১৫ টি সংস্থাকে এককালীন ২২,৮০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয়ভাবে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ সরকারি অনুদান ও নিজস্ব তহবিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে।

১১। বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা: সমাজসেবা অধিদফতরাধীন দিনাজপুর জেলায় নিবন্ধীত ২৮৭টি বেসরকারি এতিমখানার মাধ্যমে ৭৭৭৫ জন এতিম শিশুকে লালন-পালন ও পুনর্বাসনের নিমিত্তে জনপ্রতি মাসিক ২০০০/- টাকা হারে ক্যাপিটেশন গ্রান্ট বাবদ সর্বমোট ১৮,৬৬,০০,০০০/- (আঠারো কোটি ছিষট্টি লক্ষ) টাকা প্রদান করা হচ্ছে।

১২। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রামত্ম রোগীদের এককালীন অনুদান: ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রামত্ম রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য এককালীন প্রত্যেক রোগীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে বিগত অর্থবছরে ৪৬৮ জনকে ২,৩৪,০০,০০০/- (দুই কোটি চৌত্রিশ লক্ষ) টাকা প্রদান করা হয়েছে।

১৩। প্রতিবন্ধী জরিপ সংক্রামত্ম: দিনাজপুর পৌরসভা ও ১৩ টি উপজেলায় বসবাসরত প্রতিবন্ধীদের চিহ্নিত করার লক্ষ্য জরিপ কর্মসূচি চলমান রয়েছে। এ পর্যমত্ম জরিপকৃত ১২ ধরনের ৫৬৮৩৪ জন প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করা হয়েছে। 

১৪। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র: প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, ফিজিও থেরাপি ও ভ্রাম্যমান থেরাপী ভ্যানের মাধ্যমে ৬৪৪৭৯ জনকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৪৬৩ টি বড় হুইল চেয়ার,  ১৯ টি ছোট হুইল চেয়ার, ১১ টি ট্রাই সাইকেল,  ৫৪ টি হেয়ারিং এইড, ১৩০ টি সাদাছড়ি, ৭ টি কর্ণার চেয়ার, ৯ টি টয়লেট চেয়ার, ১০ টি অঙিলারি ক্রাচ, ১৫ টি অ্যালবো ক্রাচ, ৮ টি স্ট্যান্ডিং ফ্রেম, ৭ টি ওয়াকার, ৭ টি ফোল্ডিং ওয়াকার দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়েছে।